|
Date: 2024-10-05 15:44:36 |
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা মামলায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)।
শনিবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উদয়পুরের নওয়ানা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ওয়াজেদ আলী উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের এই নেতা উদয়পুরের নওয়ানা গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, জয়পুরহাটে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা মামলায় ওয়াজেদ আলী একজন এজাহার নামীয় আসামী। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।
© Deshchitro 2024