|
Date: 2024-10-06 05:39:16 |
গত শনিবার (৫ তারিখ) রাত্র ১০.১৫ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোঃ মুকিত হাসান খাঁন এবং সেনাবাহিনীর মেজর জাহিদ এর সমন্বয়ে সেনা, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে জালাল ফকির পিতাঃ মৃত কাসেম আলী ফকির এর একতলা বিল্ডিংয়ের বসতঘর হতে একটি পুরাতন এয়ারগান উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে জালাল ফকির পালিয়ে যায়। সে সাবেক কাউন্সিলর ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এর গ্রুপের লোক এবং এলাকার একজন চিন্হিত সন্ত্রাসী মর্মে জানা যায়। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চিন্হিত সন্ত্রাসী ও মাদককারবারীদের গ্রেপ্তারে এধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে মর্মে জানান পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।
© Deshchitro 2024