|
Date: 2024-10-06 06:11:30 |
সাতক্ষীরা জেলা কারাগারে ৪০০ জন বন্দির ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে বন্দি রয়েছে মাত্র ২৩৬ জন। বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনের সময় জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ জন বন্দির মধ্যে গ্রেফতার হয়ে ফেরত এসেছেন ২৫ জন। পলাতক রয়েছেন ৬২ জন।
নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সাতক্ষীরা জেলা কারাগারে গত ২অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী ঐদিন বন্দি ছিল মোট ২৩৬ জন। এরমধ্যে পুরুষ ২২২ এবং মহিলা ১৪ জন। যদিও জেলা কারাগারের অনুমোদিত ধারণ ক্ষমতা ৪০০ জনের। যার মধ্যে পুরুষ ৩৬০ এবং মহিলা ৪০ জন থাকার কথা।
বর্তমানে ২৩৬ জন বন্দির মধ্যে পিতা-মাতার সাথে পুরুষ শিশু রয়েছে ৩জন এবং কন্যা শিশু রয়েছে ১ জন । মৃত্যুদ- প্রাপ্ত পুরুষ বন্দি আছেন ২ জন। বিদেশি বন্দি আছেন ৩জন। এরমধ্যে ভারতীয় ২ জন এবং আরপি ভারতীয় ১ জন। বর্তমানে মায়ানমারের কোন বন্দি না থাকলেও ইতিপূর্বে বেশ কয়েকজন রোহিঙ্গা আটক ছিলেন।
এছাড়া যুদ্ধাপরাধি কোন বন্দি কারাগারটিতে না থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজা প্রাপ্ত আসামি আছেন ৩ জন। সূত্রটি আরও জানায়, বর্তমানে ডিভিশন প্রাপ্ত হাজতি না থাকলেও পুরুষ হাজতি রয়েছেন ১৫৮ জন এবং মহিলা হাজতি রয়েছেন ১০ জন।বিনাশ্রম কয়েদি রয়েছেন পুরুষ ২৫ জন এবং মহিলা ৩ জন। সশ্রম কয়েদি রয়েছেন পুরুষ ৩৬ জন এবং মহিলা ১ জন।
অপরদিকে কারাগারের অভ্যন্তরে হাসপাতালের শয্যা সংখ্যা মোট ২০টি, কক্ষ সংখ্যা ৫টি, সহকারি সার্জনের পদ রয়েছে ১টি, ডিপ্লোমা নার্সের পদ রয়েছে ১টি এবং ফার্মাসিস্টের পদ রয়েছে আরও ১টি। এছাড়া কারাহাসপাতালে ভর্তি বন্দি রোগী রয়েছেন ২ জন। বাহিরের হাসপাতালে বন্দি রোগী রয়েছেন ১ জন।
সূত্রটি জানায়, কারাগারে থাকা অসহায় দরিদ্র বন্দির মধ্যে গত জানুয়ারি হতে ২ অক্টোবর পর্যন্ত ৩৫ জন বন্দির আইনি সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করা হয়। এরমধ্যে ২৯ জন অসহায় বন্দির জন্য প্যানেল আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে জেলা কারাগারে গত ৮ সেপ্টেম্বর যোগদানকারী জেল সুপার এনায়েত উল্ল্যাহ উল্লেখিত বিষয়গুলি নিশ্চিত করে জানান, বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে ১ জন জেলারের পদ শুন্য রয়েছে, যেখানে ডেপুটি জেলার অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন। এছাড়া খালি আছে ৭ জন কারারক্ষীর পদও। তিনি জেলা কারাগারটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আরও জানান, শুন্য পথগুলো দ্রুত পূরণ করা হলে সকল কাজে আরও গতি ফিরে আসবে।
© Deshchitro 2024