শ্যামনগরে দরিদ্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি প্রদান
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেডস্ ও গ্লোবাল গ্রীন গ্রান্ডস ফান্ডের আয়োজনে মুন্সীগঞ্জ ইউপির বেডস্্ের ট্রেনিং সেন্টারে সুন্দরবন সংলগ্ন মাথুরাপুর জেলেপল্লী ও মুন্ডাপাড়ার ১০০ জন দরিদ্র -মেধাবী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১০০ টি সৌরবাতি বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সৌরবাতি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। সভায় বক্তারা নবায়নযোগ্য শক্তি প্রধানত সৌরশক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা সর্ম্পকে শিক্ষার্থীদের অবগত করেন।
বেডস্্ের প্রধান নির্বাহী মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প র্কমর্কতাগণ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল পরিবারের শিক্ষার্থীদের সৌরবাতির ব্যবহার প্রক্রিয়া হাতে কলমে শিখিয়ে দেন।
গ্লোবাল গ্রীন গ্রান্ডস ফান্ডের আর্থিক সহায়তায় বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি“সোলার ল্যাম্প ফর কোস্টাল স্টুডেন্টস এডুকেশন ইন বাংলাদেশ”প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ছবি- শ্যামনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সৌর বাতি বিতরণ করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।