|
Date: 2024-10-06 09:14:48 |
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
আলোচনা সভায় গোদাগাড়ী পৌরসভা ও কাকনহাট পৌরসভার কর্মকর্তা, ৯টি ইউনিয়নের উদ্যোক্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজ সেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পৌরসভার কমর্তারা জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন জটিলতার বিষয় গুলো তুলে ধরেন ।
উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন এটা মানুষ দ্বারা সমস্যা, যেহেতু এটা মানুষ দ্বারা সমস্যা সেহেতু এটা দূর করা সম্ভব। এটা যত বড়ই সমস্যা হোকনা কেন আমি সব ঠিক করে দিব। এ বিষয়ে যেন কোন মানুষকে হয়রানি না করা হয়। আমি যতদিন এখানে আছি এর মধ্যে সব সমস্যা আছে সব ঠিক করে নেন। একটি কাজও আটকিয়ে রাখবেন না। ভুক্তভোগীদের উদ্দেশ্য তিনি বলেন, সকলকে বলে দেন জন্ম নিবন্ধনে কার কত বড় সমস্যা আছে সব নিয়ে আসুক আমি সব ঠিক করে দিব। আমি চলে যাওয়ার পর এগুলো সবাই ঠিক করে দিবে কি না জানিনা। অতএব দ্রুত সব ঠিক করে নেয়ার জন্য সকলকে আহ্বান করেন তিনি।
© Deshchitro 2024