জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের সাথে স্কুলের শিক্ষার্থীদের বহনকারী ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধ করে টেকসই গাড়ি দিয়ে শিক্ষার্থীদের বহন করতে আবেদন করা হয় এবং সচেতনতা মূলক বিভিন্ন বিষয়াদি নিয়ে কর্মসূচি নিয়ে মতবিনিময় করা হয়। 

"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক মো. শাহীন আহমদ, ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম, বর্ণমালা কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া। 

এছাড়াও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহাব উদ্দিন, সদস্য এহসান আহমদ ও

ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকসহ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষকবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024