শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাতটায়  বড়লেখা পৌরশহরের ইয়াম্মি প্যরাডাইজ রেস্টুরেন্টে বড়লেখা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে পরিষদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান মিজান সার্বিক সহযোগিতা করেছেন এবং অনুষ্ঠানে তিনি ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্যও রেখেছেন। 

মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আহমেদের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

অভিষেক অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পরিষদের উপদেষ্টা শামীম আহমদ, আব্দুল হালিম, আব্দুর রব হীরা, কয়ছর আহমদ ও রবিউল ইসলাম সোহেল, সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক নাদের আহমদ, দপ্তর সম্পাদক নূর আহমদ খালেদ, মুক্তিযোদ্ধার সন্তান মাওলানা কমর উদ্দিন, সাবলু মিয়া, সাইদুল মাহবুব, তাজুল ইসলাম, দেলোয়ার জাহান ডালিম ও রসিম উদ্দিন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024