নবীনদের দাঁড়ায় তৈরি হবে নতুন বাংলাদেশ। নবীনদেরকে যথা যথ প্রশিক্ষণের মাধ্যমে এই দেশ পাবে দক্ষ জনশক্তি বলে আখ্যায়িত করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী।
রবিবার (৬ অক্টোবর ) সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ )২০২৪-২৫ সালের নতুন সহযোগী সদস্যদের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ।
রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন, সাংবাদিকতা চর্চার বিষয়। আজকের এই নবীনেরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজের সত্যকে তুলে ধরবে। নিজের ক্যারিয়ার ডেললপমেন্টের পাশাপাশি সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে। নবীনদের মাঝে আমি সেই উৎসাহ ও উদ্দীপনা দেখতে পাচ্ছি।
অনুষ্ঠানে আরসিআরইউ’র সভাপতি আবদুল হাকিমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ব্যুরো প্রধান ও রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক শ ম সাজু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি'র শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি, বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।
সংগঠনটির সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরসিআরইউ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমান ও সাবেক সভাপতি মাহাবুল হাসান
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু সাইদ রনি, অর্থ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আফসানা মিমি, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, তথ্য ও প্রচার সম্পাদক জুল ইকরাম ফেরদৌস, নির্বাহী সদস্য আল সাকিব, ফারহানা ইয়াসমিন সন্দা ও সুইটি, সংগঠনের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।