বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,ঢাকা কলেজ শাখা ছাত্রদেরকে লেখালেখিতে উদ্বুদ্ধ করতে এবং লেখনী মনন গড়ে তুলতে সদা ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজ শাখায় সদস্য সংগ্রহ চলছে।


সদস্য সংগ্রহ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ মামুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবু আখের সৈকত। আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখার উপদেষ্টাগণ ও বর্তমান কমিটির দায়িত্ব প্রাপ্ত দায়িত্বশীলরা।


লেখালেখিতে ছাত্রদের আগ্রহ জানতে চাইলে সভাপতি রাকিব হাসান নীল বলেন, "নতুন লেখকদের খোজে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,ঢাকা কলেজ শাখার ২০২৪-২৫ কার্যবর্ষে প্রথম সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সদস্য সংগ্রহের প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। আমরা চেষ্টা করবো তরুণ লেখকদের সুপ্ত প্রতিভা লেখনীর মাধ্যমে বিকশিত করতে। প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে ঢাকা কলেজ থেকে দক্ষ লেখক তৈরি করাই আমাদের উদ্দ্যেশ"।


আমাদের কার্যক্রম :

১. নিয়মিত জাতীয় পত্রিকায় লেখা প্রকাশ।

২. তরুণ লেখকদের লেখা সম্পাদনা ও শুদ্ধ বানান চর্চা।

৩. নিয়মিত পাঠচক্র ও কর্মশালা আয়োজন। 

৪. বিশেষ দিবসে প্রতিযোগিতা আয়োজন৷ 

৫. জনসচেতনতা সৃষ্টি।

৬. নিয়মিত সেরা লেখকদের পুরষ্কার প্রদান। 


**শুভেচ্ছা ফি - ১৫০ টাকা।


অনলাইনে সদস্য হতে - https://www.facebook.com/share/p/N1KsmpQiRBTWXfHn/?mibextid=xfxF2i



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024