রোববার দুপুর ২ টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি

এ সময় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হাজার হাজার নেতাকর্মী ও জনতাকে সঙ্গে নিয়ে শহীদ শেরেবাংলা নগরে বিএনপি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন, জিয়ারত শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, আজকে স্বৈরাচার  খুনি মুক্ত বাংলাদেশ হয়েছে। আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম সে উদ্দেশ্য আমাদের সকলকে নিয়ে পূরন করতে হবে, দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে, তা ধরে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি, তাই আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই।

গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় তার বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। রায়ের আগেই চিকিৎসার জন্য বিদেশে চলে যান। পরে আর দেশে ফেরেননি। তিনি।

এ সময় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সিরাজগঞ্জ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024