|
Date: 2024-10-07 01:26:20 |
মুন্সি শাহাব উদ্দীন,
লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজীর পুকুর পাড়স্থ শাহপীর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ হতে তিনটি সি এন জি চোরাই গাড়ী উদ্ধার করে ও চুরির সহিত জড়িত তামজিদকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ। ঘটনাটি সংঘটিত হয় ৫ অক্টোবর বিকেলে। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এস আই শরিফুল ইসলাম। ওয়ার্কশপ এর ম্যানেজার তামজিদ আটক হলেও সত্বাধিকারী নুরুল কবির কৌশলে পলায়ন করে। এস আই শরিফুল ইসলাম বাদী হয়ে আটককৃত তামজিদ ও পলায়নকৃত নুরুল কবির সহ ৭/৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। বাদী এস আই শরিফুল ইসলাম বলেন, এ চোর চক্রটি বিভিন্ন এলাকা হতে সি এন জি গাড়ী চুরি করে তাদের ওয়ার্কডপে নিয়ে আসত। আর চেসিস নং, রং পরিবর্তন করে তা বিক্রি করে দিত। গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহপীর ওয়ার্কশপে অভিযান চালিয়ে তিনটি সি এন জি চোরাই গাড়ী উদ্ধার করি এবং একজন চোরকে আটক করি।
© Deshchitro 2024