মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া

কক্সবাজারের কুতুব‌দিয়ায় সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকা‌রী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়‌নের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে।সোমবার (৭ অ‌ক্টোবর ২০২৪) বিকা‌লে উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে সরকারী প্রাথমিক বিদ্যালয়  সহকা‌রী  শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষ‌দ,  কুতুব‌দিয়া শাখা'র ব্যানারে এ  মানববন্ধ‌ন অনুষ্ঠিত হয়।

এসময় ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষ‌দের আহ্বায়ক ফ‌রিদুল আলম, সদস‌্য স‌চিব হাসান শরীফ, সহকা‌রী শিক্ষক রেজাউল ক‌রিম, সাইফুল্লাহ খা‌লেদ, মোশাররফ হে‌াছাইন, তাছ‌লিমা জান্নাত সে‌লিনা, শম‌সের নেওয়াজ মুক্তা, মাই‌মিনুল হক, মোস্তান মাহমুদ,আশেকুল ইসলাম, গিয়াস উ‌দ্দিন, মোশাররফ হো‌সেন প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

বক্তারা ব‌লেন, সরকা‌রি সহকা‌রি শিক্ষকরা বৈষ‌ম্যের শিকার হ‌য়ে শিক্ষকতা পেশায় নি‌য়ো‌জিত আ‌ছেন। ১৩তম গ্রেড‌ থে‌কে তা‌দের‌কে প্রতিশ্রুত সম্মানজনক ১০ম গ্রেড বাস্তবায়‌নে দ্রুত পদ‌ক্ষে‌প নেয়ার দা‌বি জানান তারা।

মানববন্ধ‌নে প্রায় দুই’শ সরকা‌রি প্রাথ‌মিক সহকা‌রী শিক্ষক অংশগ্রহণ ক‌রেন।প‌রে শিক্ষক প্রতি‌নি‌ধিরা ভারপ্রাপ্ত নির্বা‌হী কর্মকর্তা সাদাত হো‌সেন‌কে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024