|
Date: 2024-10-07 14:17:37 |
শ্যামনগরে গাঁজা সহ আটক এক ব্যক্তি
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে রবিবার রাত ১১টার দিকে আটুলিয়া বাজার থেকে ৫০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম(৩২)। সে আটুলিয়া ইউপির আটুলিয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটুলিয়া বাজার থেকে গাঁজা সহ মনিরুল ইসলামকে আটক করা হয়। এবং এ সময় সহযোগি অপর একজন দৌড়ে পালিয়ে যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) ফকির তাইজুর রহমান এবিষয়ে বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজা সহ আটক করা হয়। মাদকদ্রব্য আইনে এ ব্যাপারে শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলা নং-৬। তাং-৬ অক্টোবর।
ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ব্যক্তি।
© Deshchitro 2024