বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য হলো ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।‘বিশ্ব বসতি দিবস ২০২৪’ এর প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে  আজ (৭ অক্টোবর) সোমবার সকাল ৯টায় রাজশাহী জেলা  রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী  উন্নয়ন রাজশাহী  উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে “বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাট্য র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। 



সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাসহ রাজশাহী নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ। সভায় বক্তারা রাজশাহী শহরকে কিভাবে উন্নয়ন করা যায় ও দিবসটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন । 





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024