দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১:৩০ টা হতে ১২:৩০ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



আমার দেশ পত্রিকা পরিবার ও পাঠক মেলা'র আয়োজনে, সিরাজদিখান প্রেসক্লাবের সহযোগিতায় এবং সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের নেতৃত্বে ও সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোস্তফার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তারা অনতি বিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবি উত্থাপন করেন।



এ সময় উপস্থিত ছিলেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দাস রনক, বিএনপি নেতা ও সমাজ সেবক সৈয়দ আলতাফ হোসেন। অন্যদের মধ্যে বিএনপি নেতা পিয়ার আলী মোল্লা, আব্দুর রহমান রানা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সিরাজদিখান ছাত্র সমাজে'র রাতুল হাসান শান্ত, বিক্রমপুর রক্তদান সংস্থার ইয়ামিন শেখ, যুবদল নেতা বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি নজরুল ইসলাম, ইছাপুরা ইউপি সদস্য মোহাম্মদ হীরা, নাগরিক সমাজের মো. জুয়েল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।


এছাড়াও সিরাজদিখান ও শ্রীনগরের সাংবাদিকবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠন, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024