|
Date: 2024-10-08 11:32:00 |
ঢাকা কলেজে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি আজ পূজার ছুটি শুরু হওয়ার আগে শেষবারের মতো সদস্য সংগ্রহ করেছে। "এসো ভাওয়ালবাসী, প্রাণের টানে থাকবো পাশাপাশি" স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ সেশনে ঢাকা কলেজে ভর্তি হতে আসা নতুন ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা এবং গাজীপুর জেলার ছাত্রদের সমিতির সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে এটি আয়োজিত হয়।
সমিতির সহ সভাপতি আশিকুল হক মিল্টন জানান, "আমরা চাই আমাদের জেলা থেকে আগত শিক্ষার্থীরা যেন একত্রিত হয়ে নিজেদের সাংস্কৃতিক ও সামাজিক কাজগুলো পরিচলনা করতে পারেন।"
এ সময় উপস্থিত গাজীপুর থেকে আসা ঢাকা কলেজের ছাত্র অমিত বলেন, "এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং একতা স্থাপন করতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য হলো সবাই মিলে একসাথে চলা এবং নিজেদের সুরক্ষিত রাখা।"
নতুন সদস্য হতে আসা একজন শিক্ষার্থী জানান, "আমি এই সমিতির অংশ হতে পেরে খুব আনন্দিত। এটি আমার জন্য একটি সুযোগ, যেখানে আমি আমার জেলার ভাইদের সঙ্গে যুক্ত হতে পারব এবং সুখ-দুঃখে পাশে পাবো।"
সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী দিনে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা একসাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।
© Deshchitro 2024