|
Date: 2024-10-08 15:09:49 |
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যাঁদের বহিষ্কারারদেশ প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন, উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা শেখ এবং পারভেজ ফারাজী।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যুবদলের ওই দুই নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় প্যাডে বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের শৃঙ্খলা বজায় রাখার অঙ্গিকার করায় গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা শেখ এবং পারভেজ ফারাজীকে উপজেলা যুবদলের সিদ্ধান্তক্রমে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হল।
উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু বলেন, 'মুসা শেখ এবং পারভেজ ফারাজী দলের বলিষ্ঠ কর্মী। তাঁদের মতো দক্ষ যুবনেতার দলের প্রয়োজন রয়েছে। তবে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সত্যতা পাওয়ায় তাঁদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। দলের শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ায় তাঁদের ওপর জারিকরা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন তাঁরা স্বপদে আগের মতই যথারীতি দায়িত্ব পালন করতে পারবেন।'
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সংগঠনবিরোধী কাজের অভিযোগে ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কার করে এক বিজ্ঞপ্তি জারি করে উপজেলা যুবদল। দলীয় প্যাডে ওই সাময়িক বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা শেখ এবং পারভেজ ফারাজীকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে যুবদল নেতা মুসা শেখ এবং পারভেজ ফারাজী তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন।'
© Deshchitro 2024