মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া‘র শাজাহানপুরে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকালে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার, মুহসিয়া তাবাসসুম।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাহবুবুল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার, আমিনুল ইসলাম, সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ, মাও আব্দুল মান্নান, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আব্দুল হালিম দুদু, মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জিয়াউল হক সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।



উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক অমল কুমার, পার্থ, খায়রুল ইসলাম ও আজিজুল হক প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024