বরিশালের বানারীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশারকান্দী ইউনিয়ন শাখার সভাপতি জনাব মুহা: কামাল হোসেন-এর সভাপতিত্বে ও যুবনেতা মুহাঃ ওলীউল্লাহ সঞ্চালনায় ইউনিয়ন গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জমায়েতের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব  মাওলানা মুহাঃ শিহাবউদ্দীন নেছারাবাদী।
তিনি বলেন সমাজের পূর্ণাঙ্গ শান্তি ফিরিয়ে আনতে শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে, তাই নীতির পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে এদেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভাপতি মুহাঃ জালিস মাহমুদ মৃধা। উপজেলা সাংগঠনিক সম্পাদক মুহাঃ সোহেল,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক যুব নেতা মুহাঃ শামীম হাসান। তিনি বলেন ১৯৭১ এ এদেশের মানুষ যুদ্ধ করেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিগত ৫৩ বছরে যারা এই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারে নাই তাই ২০২৪ এ এসে আবারো স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছে, যদি এদেশে ইসলাম ক্ষমতায় না আসে তাহলে আবারো এই যুদ্ধ করার জন্য এদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে, এদেশের মানুষ আর চায় না যুদ্ধ করতে দেশের মানুষ চায় শান্তি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, তাই এদেশে ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
আরো উপস্থিত ছিলেন ইসলামী  ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাঃ আসাদুজ্জামান মহীম, সহ-সভাপতি ছাত্রনেতা মাওলানা মুহাঃ আতিকুল ইসলাম ওসমানী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহাঃনাজমুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃসাইমুন ইসলাম (জিহাদী)প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024