সবুজ দেশে বিজয় এলো 

তাজা রক্তের দামে, 

বিজয় কথা লেখা আছে 

শহীদ গাজীর নামে। 


বীর সেনারা রক্ত দিলো 

দেশ স্বাধীনের তরে, 

তাদের ত্যাগে বিজয় এলো 

বাংলাদেশের ঘরে। 


তাদের ত্যাগে দেশের মানুষ 

উঁচু রাখে মাথা, 

তাদের নামে বইয়ের পাতায় 

জয় ইতিহাস গাঁথা। 


রবের কৃপায় আমার দেশে 

শহীদ গাজী আছে, 

বীর সেনাদের অসীম ত্যাগে 

আমার এ-দেশ বাঁচে। 



স. র. সাঈদ 

শিক্ষার্থী, নিজামপুর সরকারি কলেজ। 

মীরসরাই, চট্টগ্রাম। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024