নাগেশ্বরীতে ৪৮ টি কমিউনিটি ক্লিনিক এর মধ্যে অধিকাংশই ক্লিনিক এর দায়িত্বরত (সিএইচসিপির) বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।  

প্রতিদিন আগমন ও প্রস্থান সহ চিকিৎসা সেবা ও নির্ধারিত রেটের বেশি টাকা নেওয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে । অনুসন্ধানটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার  নাখারগঞ্জে 'আজমাতা  ক্লিনিক' ও 'ধণী গাগলা কমিউনিটি ক্লিনিক' সহ উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে। ক্লিনিকের দায়িত্বরত (সিএইচসিপি) সকাল ৯টায় ক্লিনিকে আগমন ও বিকের ৩টা প্রস্থান করার  নিয়ম থাকলেও তারা যথা সময় মেনে চলছে না বলে জানা যায়। বিষয়টির সত্যতা জানতে সংবাদকর্মীরা বৃহস্পতিবার ৩ অক্টোবর ও মঙ্গলবার ৬ অক্টোবর সরেজমিনে গিয়ে এর সত্যতা নিশ্চিত হন। 

দুই ক্লিনিকের উপস্থিত এলাকাবাসী জানান,একদিন সকাল ১১টায়, একদিন সকাল ১০ আসে এবং কয়েকদিন দুপুর ১টার পরে গিয়ে ক্লিনিক বন্ধ পাই। এই ক্লিনিকে (সিএইচসিপি) ক্লিনিকে আসে তাদের মনগড়া মতো ঔষধ দেয়, এবং ঔষধ নিলে ৫ টাকা দিতে হয়। 

উল্লেখিত দিনে ক্লিনিকে তালা ঝোলানো সহ তাদেরকে না পাওয়ায়  দুপুর ১.৩০ মিনিটে   ক্লিনিক বন্ধ থাকায় 'ধণী গাগলা কমিউনিটি ক্লিনিকের' (সিএইচসিপি) জেসমিনারা বিনতে কামাল ও 'আজমাতা  ক্লিনিক'সেলিনা পারভীন শিরিন তাদের  সঙ্গে মুটোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা রাখার নিয়ম নেই এবং তার পরবর্তী কিছুক্ষণ পরে সংবাদ প্রকাশ না করতে সংবাদকর্মীদের লোভনীয় অফার দেয় তারা।

উপজেলার (টিএইচও) ডা.আব্দুল্লাহ আল মামুন কে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি অবগত করলে তিনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024