|
Date: 2024-10-09 16:39:41 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা- কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব কয়লা সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার ষষ্ঠী পূজার আরাধনা শেষে সন্ধ্যায় তিনি কলারোয়াার কয়লা ঘোষপাড়া পূজামণ্ডপ ও কাশিয়াডাঙ্গা পূজামণ্ডপে উপস্থিত হয়ে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উৎযাপনে আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করার প্রত্যয়ে জানান আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো।
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তালা ও কলারোয়া উপজেলার সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিএম আফজাল হোসেন পলাশ, কেএম আনিছুর রহমান, পূজামণ্ডপ কমিটির স্বপন কুমার দাস, পঙ্কজ কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শনার্থীগণ।
© Deshchitro 2024