|
Date: 2024-10-09 18:56:25 |
অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে আগামি দিনের যে কোন সমস্যা সম্ভাবনা নিরসনের জন্য দুর্নীতি যদি আমরা দূর করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনা ভবিষ্যতের জন্য কার্যকরী হবে না। পাচার হওয়া টাকা যেমন ফেরত আনতে হবে, তেমন দেশের ভিতর যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে এবং তাদের যদি দৃশ্যমান শাস্তি না হয় তাহলে আগামি দিনে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহী অঞ্চলের নাগরিকদের জনশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগরীর একটি রেস্তোঁরায় আয়োজিত এ জনশুনানিতে নাগরিকরা শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, বিসিক শিল্প, নদীরক্ষা, বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতাসহ নানা অনিয়ম-দুর্নীতি বিষয়ে তুলে ধরেন।
ড. দেবপ্রিয় ভট্টাচায আরো বলেন, আমরা দেখেছি বিগত সময়ে সচিবরা কিভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং ব্যবসায়ীরা কেমন করে রাজনীতিবিদ হয়ে গেলেন। অনেকে মনে করেন, কেবল ব্যবসায়ীরাই রাজনীতিবিদ হয়নি, রাজনীতিবিদরাও ব্যবসায়ী হয়ে গেছেন।
সভায় শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক এ কে এনামুল হক, অধ্যাপক ড. ম তামিম, অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক ড. সেলিম রায়হান, অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, শ্বেতপত্র প্রণয়ন কমিটির টেকনিক্যাল সাপোর্ট টিমের প্রধান তৌফিকুল ইসলাম খান, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024