১৪ বছরের শিশু জাকারিয়ার এখনও সন্ধান পাওয়া যায়নি


মৌলভীবাজারের ভাদগাঁও গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১৪ বছরের শিশু জাকারিয়া আহমেদের এখনও সন্ধান মেলেনি।

গত ৬ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার জামেয়া ইসলামিয়া ভাদগাঁও মাদরাসা থেকে নিখোঁজ হয় মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণির (ছুওম) ছাত্র মোঃ জাকারিয়া আহমেদ (১৪)। 

নিখোঁজ শিশুর পিতার নাম মোঃ আব্দুল কাইয়ুম, মাতার নাম মোছাঃ হামিদা খাতুন। স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়জাবাদ আশ্রয়ন কেন্দ্র।

শিক্ষার্থী জাকারিয়া নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাসা-বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় গত ৯ অক্টোবর মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ভাদগাঁও মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। জিডি নং: ৫৭৩।

জিডি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর (রবিবার) বেলা অনুমান ১.৩০ ঘটিকার সময় ভাতগাঁও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী সবাই জুহরের নামাজে ছিলেন। নামাজ শেষে শিক্ষার্থী জাকারিয়ার সন্ধান মিলেনি। পরে আশেপাশে খোঁজাখুঁজিসহ তার বাড়ি এবং সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করেও সন্ধান না পাওয়ায় থানায় জিডি করেন মাদরাসা কর্তৃপক্ষ

শিশু শিক্ষার্থী জাকারিয়ার গায়ের রং শ্যামলা, উচ্চতা: ৪ ফুট এবং ওজন ৩৫ কেজি।

এ বিষয়ে কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ শিশু জাকারিয়ার খোঁজ পেলে তার পিতার মোবাইল নম্বরে 01782-877071 অথবা মাদরাসার প্রিন্সিপালের মোবাইল নম্বরে 01721-780862 যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024