চলছে রে ভাই চলছে,

গুজব হেঁটে চলছে।

আরে ভাই! কোথায় থেকে আসে?

তা জানি না, কিন্তু ফেসবুকে তো ভাসে।


শোন ভাই, গুজব ছড়ানো কি ঠিক?

সত্য লুকিয়ে মিথ্যা ছুটছে দিক্বিদিক। 

আরে মানুষ কি এতো বোকা?

ভুল তথ্য ছেড়ে দিয়ে কেন দেয় ধোঁকা?


গুজব চলে ইউটিউব আর ফেসবুকে বেশি,

কথায় কথায় গুজব ছড়াই, মনে মনে খুশি?

মিডিয়াতে আস্থা রেখে খবর টবর জানি,

ভুল তথ্যের সমাহারে সত্যিটা কি মানি?


••••

লেখক: মো. আকিব হোসাইন

নিউমার্কেট, ঢাকা-১২০৫

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024