ঢাকা কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ত্রিমাসিক (৯ই অক্টোবর-৩১শে ডিসেম্বর) কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সালমান রহমান (রায়পুর) সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো.রাকিব হোসেন (রামগতি)।


বুধবার  (৯ই অক্টোবর ) সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ঢাকা কলেজের সাবেক ছাত্রদের দ্বারা গঠিত উপদেষ্টামন্ডলী'র সদস্য' ইব্রাহিম কার্দি,শাহাদাত হোসেন মানিক,শাহ পরান, তারেকুল ইসলাম (জামিল),রিদওয়ান উল্লাহ,হাছান মেহেদী,সাইফুল ইসলাম ও মুরাদ এর সম্মতিতে  নতুন কমিটির অনুমোদন দেন।


উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক-মো.ফয়সাল হোসেন(সদর),হাছিব(রামগতি),মনজুরুল ইসলাম (রামগঞ্জ),ফয়সাল ইসলাম (সদর),মো.মুসলিম (কমলনগর),নাইমুর রহমান(চন্দ্রগঞ্জ) মনতাজুল ইসলাম(রামগঞ্জ), তানভীর আহমেদ (চন্দ্রগঞ্জ) মিরাজ,সাইফ,নাইমুন,হাছান পারভেজ,পারভেজ হোসেন,ওয়ারেছ ও মাহফুজুর রহমান।


সদস্য -জুলফিকার, সজিব,ইয়াসিন, রিয়াদ,মুজিবুর,আফতাব, আশরাফুল, আবেদ,রায়হান, আরিফ,রাকিব রায়হান,মোসলেম,মাহাদী,সজীব,সালেম, মো.নাহিদুল,নাহিদুল,আশরাফুল, মাহমুদ,ফরহাদ,আদিফ, রাছেল, সাঈদী ও তানিম।

ছাত্রকল্যাণের  মাধ্যমে ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ববোধ  ও একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। 

এই সংগঠন ভবিষ্যতে ছাত্রদের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করেন সংগঠনের সদস্যগণ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024