|
Date: 2024-10-10 12:22:17 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
বৃহস্পতিবার (১০অক্টোবর) বিকাল তিনটায় সাতক্ষীরা জেলা জামায়াতের অফিসের তৃতীয় তলায় কাজী শামসুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা কাজী আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি রবিউল বাসার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল রশিদ , হাজার হাজার হাফেজের উস্তাদ ও সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা খাইরুল বাসার, সাতক্ষীরা শহর এর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সাতক্ষীরা আল মদিনা জামে মসজিদের খতিব ইসলামিক বক্তা হাফেজ মাওলানা ইয়াসিন বিন মহররম, হাফেজ মাওলানা আবু বক্কার সহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন শত শত হাফেজ কুরআন ।
প্রধান অতিথি সহ বক্তারা বলেছেন, বিশ্ব মানবতার আলোর দিশারী মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবন ও কর্ম আমাদের প্রাত্যহিক জীবনসহ সকল কাজে অনুপ্রাণিত করে। আলেম সমাজ নবীগণের ওয়ারিশ হওয়া সত্বেও এখনো আমাদের সমাজে বিশেষ করে মসজিদের ইমামগণ অত্যন্ত অবহেলিত। বিগত ১৫ বছর এদেশের উলামা মাশায়েখদের চরমভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদকে আরো শক্তিশালী করতে হবে
বক্তারা সাতক্ষীরা জেলার হাফেজদের প্রতি আহবান জানান।
সর্ব শেষে প্রধান অতিথির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা খায়রুল বাসার ও সাধারণ সম্পাদক হাফেজ কাজী আবু সাঈদ।
© Deshchitro 2024