শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪৯ বোতল মদ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে অবৈধ পথে আসা ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড। বিসিজি পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৈলখালী এলাকা থেকে দুপুর একটার দিকে এসব দামী বিয়ার উদ্ধার করেন। পরবর্তীতে রাত আটটার দিকে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে তারা সীমান্তবর্তী শৈলখালী এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব দামী ব্যান্ডের বিয়ার উদ্ধার করা হয়। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ছবি- শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে উদ্ধারকৃত বিয়ার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024