|
Date: 2024-10-10 14:22:52 |
নান্দাইলে শতাধিক পূজারীদের মাঝে শাড়ী ও সিঁদুর বিতরণ
ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিমার ইয়ুথ অর্গানাইজেশন এর উদ্যোগে ও অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা বাবু দিলীপ রায় ও বাবু দিলীপ সাহার সার্বিক সহযোগীতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নান্দাইল থানা কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নারীদের মাঝে বস্ত্র ও সিঁদুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) নান্দাইল থানা সংলগ্ন কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে হতদরিদ্র শতাধিক পূজারীদের মাঝে শাড়ী ও সিঁদুর বিতরণ করা হয়।
এউপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাবু দিলীপ সাহার সভাপতিত্বে ও বাপ্পী সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি' নেতা বাবু পল্লব রায়।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মলয় কুমার গোস্বামী,পূজা পরিচালনা কমিটির মহিলা সম্পাদিকা বাবলি দাস,পূজা পরিচালনা কমিটির সহকারী অর্থ সম্পাদক ও অত্র সংগঠনের সভাপতি বিধান কৃষ্ণ গোস্বামী,বাবু রাজীব রায় প্রমুখ।
উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, উপকারভোগিসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024