|
Date: 2024-10-11 08:43:11 |
বন্যা পরবর্তী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন শ্রীনগরে ইউনুছ হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১১ অক্টোবর (শুক্রবার) সকাল ৯ থেকে ১ টা পর্যন্ত প্রায় শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
উপজেলার শ্রীনগর গ্রামের কৃতি সন্তান, মরহুম সলিমুল্লাহ মীর এর সূযোগ্য সন্তান, ইউনুছ হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পৃষ্ঠপোষক, ডেলটা হাসপাতালের সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডাঃ শামসুর রহমান শুভ নিজ গ্রামের চিকিৎসা সেবা প্রদান করেন।
এছাড়া উপজেলা আরও ৪ টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা সেবা ও কিছু শুকনো খাবার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম, স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।
© Deshchitro 2024