|
Date: 2024-10-11 12:40:56 |
কক্সবাজারে বিজিবির অভিযানে ১৭৬০ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ১৬৬০ টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে বিজিবির রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। তল্লাশির সময় সিএনজিতে থাকা এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করা হয় এবং অভিনব পদ্ধতিতে লুকানো ১৭৬০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন জোবায়দা খাতুন (৫০), যিনি বালুখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা এবং তার স্বামী মৃত জামাল হোসেন।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি জানান, গ্রেফতারকৃত নারীকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024