চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে “চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাড়াই, চল যাই যুদ্ধে- মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে মাদক বিরোধী র‌্যালি ও মিছিল করা হয়।

ভূঁইয়ারা ও দহুলিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে র‌্যালি ও মিছিল ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় বের হয়ে ভূঁইয়ারা ও দহুলিয়া গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস,বিশিষ্ট সমাজ সেবক ডা. মাসুদুর রহমান বাবুল,আব্দুল্লাহ আল মামুন,আবুল কালাম,শিক্ষক কামাল হোসেন, ফজলুর রহমান,আব্দুল আলীম,ভূঁইয়ারা উত্তর পাড়া দ্বীনের আলো সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলী সহ আরো অনেকে।

এসময় ভূঁইয়ারা পশ্চিম পাড়া জামে মসজিদদের ইমাম সফিকুল ইসলাম,মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মোঃ মাসুদুর রহমান, ভূঁইয়ারা পশ্চিম পাড়া মানব কল্যান যুব সংগঠনের সভাপতি আল আমিন,গোলাম খাজা বুলু,আব্দুল্লাহ,ইকবাল হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেনী লোকজন মাদক বিরোধী র‌্যালি ও মিছিলে অংশগ্রহন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024