প্রধান শিক্ষককে ঘুষ না দেয়ায় ২১ মাসেও মৃত কর্মচারীর পরিবার পাননি পেনশন/আনুতোষিক ভাতা। 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাটি কাপাসিয়া সেসিচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান লেলিন এর বিরুদ্ধে ঘুষের জন্য চাপ প্রয়োগ, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করেছেন এলাকাবাসী। 

খোজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ৩ জানুয়ারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী শহিদুল হক মারা যান৷  তার মৃত্যুর ২১ মাস পার হলেও মৃতের পরিবার এখনো কোন ভাতা পাননি বলে জানান মৃত শহিদুল ইসলামের স্ত্রী । 

তিনি জানান প্রধান শিক্ষক তার স্বামীর মৃত্যুর পর তার মেয়েকে চাকুরী দিবেন ও আনুতোষিক ভাতা প্রদানের সবকিছু রেডি করে দিবেন বিনিময়ে তাকে ছয় লক্ষ (৬,০০,০০০/-) টাকা দাবী করেন। ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারটি টাকা পরিশোধ করেন।  

প্রধান শিক্ষক আনুতোষিক ভাতার কাগজ পাঠানোর জন্য আবার টাকা দাবি করলে শহিদুল ইসলামের স্ত্রী মানসিকভাবে ভেঙে পরেন। তিনি কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান প্রধান শিক্ষকের চাহিদা অনুযায়ী বাড়তি টাকা না দেয়ায় তার স্বামীর আনুতোষিক ভাতার কাগজ এখনো পাঠানো সম্ভব হয় নি।  

এদিকে ৩ টি শূন্য পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকুরী প্রত্যাশীদের নিকট বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। 

বিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকার একটি কাজ চলমান রয়েছে যেটিও প্রধান শিক্ষক ও স্থানীয় বি এন পি কর্মী দেলোয়ার হোসেন দুলু নিয়মিত কমিশন গ্রহণ করে থাকেন। 

মূলত এই দুলু মিয়াই প্রধান শিক্ষকের সকল অপকর্মে সঙ্গী। 

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান লেলিন উপজেলা বি.এন.পি- র আহবায়ক কমিটির সদস্য বলে উপজেলা বি.এন.পি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

এ ব্যাপারে মাহফুজুর রহমান লেলিনের সাথে ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। 

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের কক্ষে দুলু মিয়া ধূমপানে ব্যস্ত,  প্রধান শিক্ষক তার চেয়ারে বসা।  এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। 

তাছাড়াও বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করেন নি।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024