মুন্সি শাহাব উদ্দীন ( প্রতিনিধি সাতকানিয়া লোহাগাড়া)  

লোহাগাড়া সাতকানিয়ার মানুষের স্বপ্ন ছিল রেলে চড়ে যাওয়া যাবে কক্সবাজার কিংবা চট্রগ্রাম শহরে বা দেশের অন্যকোন প্রান্তে। কিন্তু প্রতিদিন রেল যাতায়াত করলেও পুরোপুরিভাবে  এই এলাকার মানুষের আশার প্রতিফলন হল না। তার উপর এই রেল গাড়ির নিচে কাটা পড়ে প্রান হারাল এক যুবক। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে সাতকানিয়া কেরাণী হাটের উত্তর পার্শ্বে উত্তর ঢেমশা এলাকায় 

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষের কথামতে,  নিহত যুবকের রক্ত লম্বা রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর দেহখানি ছিন্নভিন্ন হয়ে যায়। তাতে বুঝা যায়, মহাসড়কেই রেলে আঘাত প্রাপ্ত হন ঐ যুবক এবং তখনই রেলের নিচে পড়ে যায়। আর রেলের নিচে টানা হেচড়াতেই দেহখানি ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু কেউ তার পরিচয় সনাক্ত করতে পারে নি। বিষয়টি সাতকানিয়া থানাকে জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  আতাউল হক চৌধূরী।  পুলিশ নিহতের দেহের ছিন্নভিন্ন অংশ রেল লাইন হতে সরিয়ে পাশে পৃথক জায়গায় রাখেন। যাতে করে রেল চলাচলে বাধার সম্মুখীন না হয়। বেলা আড়াটার দিকে রেলওয়ে পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024