|
Date: 2024-10-11 22:34:29 |
প্রতিটি শরতের মৌসুমে পুজোর আমেজে সেজে উঠে ব্যবসায়ীক ব্যস্ততার নগরী নারায়ণগঞ্জ। ছোট্ট এই জেলায় ২০০ টিরও অধিক মন্ডপে দেবী দূর্গার পুজা অর্চনার আয়োজন করা হয় প্রতিবছর। দেশের সার্বিক পরিস্থিতিতে অনেক সনাতন ধর্মাবলম্বী এবার উৎকন্ঠায় ছিলেন যে পুজোর সময় তারা কতটা আইন শৃঙ্খলাপূর্ণ পরিবেশ পাবেন। প্রশাসন তাদের নিরাপত্তায় কতটুকু নিজেদের সক্ষম ভূমিকা রাখবে। কিন্তু তাদের উৎকণ্ঠাকে আনন্দে পরিণত করেছে প্রশাসন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা পর্যবেক্ষন ও পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে সরেজমিনে ঘুরে। পাশাপাশি সশস্ত্র বাহিনী ও র্যাবের টহলও লক্ষ্য করা গেছে। গভীর রাত অব্দি নির্বিঘ্নে চলাফেরা ও মানুষের ভয় কাটিয়ে হাসি ফুটাতে নিরলস কাজ করে যাচ্ছে প্রশাসন। একইসাথে গভীর রাত অব্দি প্রতিটি মন্ডপ ঘুরে সমস্ত পুজোর চমৎকার পরিবেশ উৎসবমুখর হয়েছে বলে দেখা গেছে। এ ব্যাপারে নিতাইগঞ্জ ঘুরতে আসা দর্শনার্থী দিঘি দাস বলেন, আমাদের নিতাইগঞ্জ পুজা মন্ডপে প্রতিবছরই চমৎকার ও ভিন্নধর্মী কন্টেন্ট উপস্থাপন করা হয় পুজা উপলক্ষে। একইসাথে পুজো বেশ আনন্দে কাটছে এবং এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বেশ আনন্দ লাগছে। বন্দর জিউর আখড়া মন্দিরে আসা দর্শনার্থী সঞ্জয় চৌহান বলেন, পুজোতে চমৎকার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শৃঙ্খলার সাথে মন্ডপ মন্দিরে ঘুরে ঘুরে আমরা মাকে দেখতে পারছি। আমরা অনেক আনন্দিত মায়ের আশীর্বাদে।
© Deshchitro 2024