|
Date: 2024-10-12 07:56:43 |
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়আমন ধানের রোগ, পোকা ও ইদুর দমন নিয়ে সচেতনতা মূলক কার্যক্রমে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা কৃষি বিভাগের।তারা সার্বক্ষনিক মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন বলে জানা যায়।মাজরা পোকা দমনের করনীয় সম্পর্কে উপজেলা কৃষি অফিস তদারকি করতে মাঠে প্রচারপত্র বিতরণ ও পরামর্শ দিচ্ছে।
উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর, পানান, ডাংরী, গাঙ্গাটিয়া,পুমদী ইউনিয়নের জগদল, সহ বিভিন্ন এলাকায় কৃষকদের সরেজমিনে গিয়ে পরামর্শ দেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ এনায়েতুল ইসলাম, ব্লক কর্মকর্তা মায়মুনা আক্তার,মাহবুব হাসান।
এ বছর হোসেনপুর উপজেলার উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার লক্ষ্যে কাজ করছেন কৃষি অফিস। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৮ হাজার চারশত ৭৬ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপণ করা হয়েছে।
যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।পোকা দমন করা
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুল ইসলাম জানান,এ বছর খরা বৃষ্টি কারনে ধান ক্ষেতে মাজরা পোকা আক্রমণ বেশি হয়েছে। আমাদের ব্লকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষনিক সেবা দিতে বদ্ধ পরিকর।
© Deshchitro 2024