ছাত্র আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের স্মরণে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম শহীদদের আত্মত্যাগকে স্মরণ রাখতে পারবে। দেশের ক্রীড়াঙ্গনও আরও সমৃদ্ধ হবে। এ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (১২ অক্টোবর) পারুলিয়া সাগর শাহ (এসএস) মাধ্যমিক বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে দেবহাটা উপজেলায় প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন।

আসিফ মাহমুদ জানান, শহীদ আসিফ হাসানের নামে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নামকরণ করা হবে।এটি সাতক্ষীরার মানুষের মধ্যে শহীদ আসিফ হাসানের নামটিকে সারাজীবন স্মরণীয় রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব আবুল হাসান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী।

সংবর্ধনা শেষে, আসিফ মাহমুদ প্রস্তাবিত স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন এবং আষ্কারপুরে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন। পরে তিনি দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শ্যামনগর উপজেলার উদ্দেশ্যে রওনা হন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024