|
Date: 2024-10-12 12:18:01 |
কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম দক্ষিণপাড়া মন্দিরে দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয় ।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মাহফুজুর রহমান, সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে দক্ষিণপাড়া মন্দির কমিটির উদ্যোগে শতাধিক দরিদ্র মানুষের মাঝে দুর্গাপুজা উপলক্ষে কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু উদয় শংকর চক্রবর্তী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, কুড়িগ্রাম দক্ষিণ পাড়া মন্দিরের সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা পিন্টু, কোষাধক্ষ্য বাবলা ঘোষ প্রমূখ। পরে শারদ সন্ধ্যা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
© Deshchitro 2024