|
Date: 2024-10-13 02:47:20 |
হৃদয়ের পংক্তি
অবহেলা হিংসা অতৃপ্তি
হতাশায় নিমজ্জিত করে না
নিন্দুকের বানী চিরন্তনীতে
আঁখিতে অশ্রু টলটল
কোন ভীতি প্রদর্শন করে না।
আমার হৃদয় গহীনে চাওয়া
পাওয়ার লোভ চেপে বসে না।
আমার হৃদপিন্ড পৃথিবীর মায়ায়
লেপ্টে থাকা কোন রঙিন
প্রচ্ছদের স্বপ্ন বাঁধে না।
আমার মনন মস্তিষ্ক স্নায়ুতে
ব্যর্থতার কোন ছাপ পরে না!
আমার হৃদযন্র আজ সত্য
পথের পথযাত্রায় অভিসিক্ত
ক্লান্তির সঙ্গে ও নির্ভীক অবিচল
সত্যের চিরন্তন বিশ্বাসী যোদ্ধার
যুদ্ধ জয়ের জয়ধ্বনি।
সফলতা প্রসংশা শান্তি
স্রষ্টার ইচ্ছায় প্রাপ্তি
অনন্ত অনাদি কালের সীমা
পরকালে স্রষ্টার দানের অনুভূতি
তাই তো মোর হৃদয়ে আজি
বাজে না কোন যন্ত্রণা রাগি
কঠিনেরে সহজ করে বাঁচতে শিখেছি..... আমি।
লেখক- রেয়াজুল আলম (চীফ ইন্সট্রাক্টর Eengineering Drawing পাটগ্রাম আদর্শ কলেজ, পাটগ্রাম লালমনিরহাট)
© Deshchitro 2024