|
Date: 2022-11-16 09:54:15 |
শ্যামনগরে হরিণের মাংস সহ আটক ১
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন সাতীরা রেঞ্জের মরাগাং বন টহল ফাঁড়ি ও কোবাদক বনস্টেশন অফিসের অভিযানে সুন্দরবনে হরিণের মাংস সহ এক শিকারী আটক হয়েছে।
মঙ্গলবার দিবাগত (১৫ নভেম্বর) গভীর রাতে মরাগাং বন টহল ফাঁড়ির ওসি সায়াদ আল জামির এবং কোবাদক বনস্টেশন অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযানে আবুল হোসেন গাজী নামে এক হরিণ শিকারী আটক হয়। আটককৃত ব্যক্তি হল উপজেলার ছোট ভেটখালী গ্রামের কেরামত গাজীর ছেলে। এসময় বনকর্মকর্তাবৃন্দ একটি হিরোহোন্ডা মোটর সাইকেল জব্দ করেন।
এ বিষয়ে সাতীরা রেঞ্চের সহকারী বন সংরক এম এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের হরিণ শিকারের খবর গোপনে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে বনকর্মকর্তাবৃন্দ সুন্দরবন বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে ১০ কেজি হরিণের মাংস সহ শিকারীকে আটক করেন। এসময় হরিণের মাংস বহন কাজে ব্যবহৃত একটি হিরোহোন্ডা মোটর সাইকেল জব্দ করা হয়।
আটক শিকারীকে বন আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
ছবি- শ্যামনগরে হরিণের মাংস সহ আটক এক ব্যাক্তি।
© Deshchitro 2024