|
Date: 2024-10-13 07:59:53 |
গত ১১ অক্টোবর দেশচিত্র অনলাইনে 'মারধরের পরে ডিবি পুলিশকে দিয়ে এক যুবককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ' শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর শহরের বেপারীপাড়া এলাকার বাসিন্দা রুবেল মিয়া। তাঁর অভিযোগ, তাকে এবং তার ভাই জর্দান বেপারী এবং আনোয়ারকে জড়িয়ে প্রকাশিত খবরটিতে যেসব তথ্য প্রচার করা হয়েছে, তা সত্য নয়। কেবা কারা সংশ্লিষ্ট প্রতিবেদককে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিত্তিহীন তথ্য সরবরাহে খবরটি প্রকাশ করিয়েছে।
রুবেল বেপারী আরও বলেন, মূলত গত সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া রেলগেট এলাকা সংলগ্ন পূর্ব পার্শ্বে চৌরাস্তা মোড়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ডিবি পুলিশের একটি দল উপস্থিত হন। পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে পুলিশ ১৫টি কথিত ইয়াবা বড়ি জব্দ করে। এতে তাদের কোনো ধরনের ইন্দন ছিলো না।
© Deshchitro 2024