জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিন ব্যাপি অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (১৩অক্টোবর) সকাল ৭ টায় উপজেলা জামায়াতের আয়োজনে আক্কেলপুর পাইলট বালিকা বিদ্যালয়ে অডিটোরিয়ামে দিন ব্যাপি বাছায়কৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।


উপজেলা জামায়াতের আমীর শফিউল হাসান দিপু-র সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি

মাওলানা গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি

এ্যাডভোকেট মামুনুর রশিদ, মিডিয়া ও প্রচার সেক্রেটারি এস,এম রাশেদুল আলম সবুজ, আক্কেলপুর উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন সুইট, পৌর আমীর মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি মোঃ রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন সেক্রেটারি ওয়ালিউল্লাহসহ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দ্বায়িশীলগণ উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024