'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম আহম্মেদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস হোসাইন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024