চট্টগ্রামের জেএমসেন হলস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  মহানগরের কেন্দ্রীয় মন্ডপ পরিদর্শন করেছে জাতীয় নাগরিক কমিটি (চট্টগ্রাম বিভাগ) এর নেতৃবৃন্দের। এ সময় তারা কেন্দ্রীয় পূজা কমিটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম বিভাগের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য সাগুফতা বুশরা মিশমা | তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সংগঠিত বিপ্লবের সৃতিকে স্মরণে রেখে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যারাই এদেশের মানুষের মধ্যকার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে। দেশে আর কখনো ফ্যাসিজমের উত্থান হতে দেওয়া হবে না। কোনো সৈরাচার সরকার দেশের ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ পাবে না। আমরা দেশের সার্বিক ব্যবস্থাপনায় সংস্কার করতে বদ্ধপরিকর। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জী। তিনি বলেন, আমরা সর্বদা সকল ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে একত্রে সুন্দর করে পূজা উদযাপন করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, আমরা বাঙালী। আরো বক্তব্য রাখেন, পূজা কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন তালুকদার এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি এ্যাডভোকেট নিখিল নাথ। তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি থাকবো। যারাই আমাদের ভোট ব্যাংক বানাতে চায় তারা জেনে রাখুক আমরা কোনো গোষ্ঠীর নই। যারাই আমাদের বিশ্বাসে আঘাত করবে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। যারাই আমাদের সম্প্রীতি নষ্ট করবে তাদের আইনের আওতায় আনা হবে।

এসময় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রামের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক মাঈন উদ্দিন জাহেদ, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক ধ্রুব দাইয়ান, মোসলেহ উদ্দিন জুয়েল, প্রবীর কুমার চৌধুরী ও আরিফুল ইসলাম প্রমূখ। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের স্ত্রীটকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। যতদিন দেশের সংস্কার শেষ হবে না ততদিন আন্দোলন চলমান থাকবে। কোনো অপশক্তিকে আর দেশের ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সুযোগ হারিয়ে গেলে আর সুযোগ পাওয়া যাবে না | আমরা ব্যার্থ হলে পুরো জাতি ব্যার্থ হবে। তারা আরো বলেন, সকলের জন্য জাতীয় নাগরিক কমিটির দরজা খোলা। যারাই আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকলকে সঙ্গে নিয়ে দেশের সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024