মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ক্রসফায়ারে নিহত সাতক্ষীরা কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের ইউনুস আলী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীর বাড়িতে যেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামীদের বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন মামলার বাদীসহ পরিবারের সদস্যরা।


সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ মে পতিত আওয়ামীলীগের কিছু দোসর ও আইনশৃঙ্খলা বহিনীর হাতে নির্মমভাবে ক্রসফায়ারে নিহত হন ইউনুস আলি।


এই হত্যাকান্ডের সুষ্টু বিচারের দাবী জানিয়ে গত ৯ অক্টোবর সাতক্ষীরার তৎকালীন পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ ৪০ জনকে আসামী করে সাতক্ষীরার বিজ্ঞ আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ইউনুসের বাবা দক্ষিণ ভদিয়ালী গ্রামের মোঃ আব্দুল্লাহ (৭৪)। মামলাটি আমলে নিয়ে কলারোয়া থানাকে এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন আদালতের বিচারক তনিমা মন্ডল তনি।


মামলার পর রোববার (১৩ অক্টোবর) মাহবুর নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত. ওহাব সরদারের ছেলে আসামী গোলাম রব্বানী ও আব্দুর রব, দেবহাটার মৃত আবুল খায়েরের ছেলে মোস্তাফিজুর রহমান রিপন ও মাহমুদুল হাসান মামুন, কাটিয়া লস্করপাড়া এলাকার মোফাজ্জেলের ছেলে রাকিবুল হাসান রাকিব ওরফে টেরা রাকিব, দেবহাটার ভাড়াটে সন্ত্রাসী শামসুল ইসলামসহ ৮/১০ জন বাদীর বাড়িতে যেয়ে এভিডেভিট করে দিতে হবে বলে হুমকি দেয়।


হুমকির ব্যাপারে জানতে চাইলে, মামলার বাদী মোঃ আব্দুল্লাহ বলেন, আমার জীবনের এখন কোন নিরাপত্তা নেই। মামলা করে আমিসহ আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত লোকজন আমার বাড়িতে এসে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে এবং হুমকি ধামকি দিচ্ছেন।


এব্যাপরে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024