|
Date: 2024-10-13 16:45:01 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় হাজী সম্মেলন ও হজ্ব নর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে ত্বহা হজ্ব কাফেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনায় ছিলেন ত্বহা হজ্ব কাফেলার চেয়ারম্যান মহাদ্দি আমিরুল ইসলাম বেলালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মোঃ আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, জালালাবাদ মহিলা মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার, বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট রোকনুজ্জামানসহ বিভিন্ন এলাকার সম্মানিত হাজীগণ ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024