বাগেরহাটের মোরেলগঞ্জে উপকারভোগী চাষীদের  মাঝে কম্বাইন্ড হারভেস্টর মেশিন বিতরন করা হয়েছে।
আজ  ১৬ নভেম্বর, বুধবার বেলা ১১ টায় অর্থ বছর-২০২২/২৩ জরিপ-২ মৌসুমে সমম্বিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ প্রকল্প" এর উপনয়ন সহায়তায় (ভর্তুকি) কার্যক্রমের আওতায় মোরেলগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপকারভোগী চাষীদের মাঝে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন্ড হারভেস্টর মেশিন বিতরণ করা হয়েছে।
এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। এছাড়া  উপস্থিত ছিলেন  উপজেলা  কৃষি কর্মকর্তা আকাশ  বৈরাগী। 
এসময় উপকারভোগী সবুজ হাওলাদার, ইমরান মাতুব্বর, হাচানুল হক বাপ্পাসহ ৩ চাষীর মাঝে প্রতিটি মেশিন ৩০ লাখ ২০ হাজার টাকা মুল্যের কম্বাইন্ড হারভেস্টার  ৩ টি মেশিন ভর্তুকি মুল্যে ৯ লাখ ৬ হাজার টাকা জমা নিয়ে বিতরণ করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024