|
Date: 2024-10-14 10:18:31 |
'শাক-সবজির যে দাম বাহে, হামরা কিনে খাবো কি করে। প্রতি টা সবজি ৮০-১০০ টাকা কেজি'র নিচে পাওয়া যাচ্ছে না, তাতে কয় দিন ডাইল ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। সরকারি ডাইল কিনে নিছি, এগলায় রান্না করেছি আবার ভর্তাও করে খাচ্ছি।গত রোববার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল কাঁচাবাজারে এভাবেই কথাগুলো বলছিলেন সবজি কিনতে আসা মবার আলী (৭০) নামের এক ব্যক্তি। দক্ষিণ দুরাকুটি এলাকার বাসিন্দা মবার আলী বাজারে এসেছিলেন কাঁচাবাজার করতে। পেঁয়াজ দেখিয়ে মবার আলী জানান, সবচেয়ে খারাপ মানের পেঁয়াজ এক কেজি কিনেছেন ১০০ টাকায়। এখন করলা কিনতে এসে দেখেন ১২০ টাকা কেজি। এ জন্য সবজি কিনবেন কি না, সেটা ভাবছেন তিনি। শুধু মবার আলীই নন, সবজির বাজারের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম নিয়ন্ত্রণহীন। এক সপ্তাহ আগে যে দামে বিভিন্ন সবজি বিক্রি হতো, এখন তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। এসব বাজারে প্রতি কেজি দেশি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। বেগুন ৭০ থেকে ৮০ টাকা আর গোল বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। প্রতি পিস চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকায়। বরবটি প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১২০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, ধনেপাতা প্রকারভেদে প্রতি কেজি ৩৫০ থেকে - ৪০০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা, শসা ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ঢেড়স ৭০ থেকে ৮০ টাকা, কচু ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়া ৭০ থেকে ৮০ টাকা, লাউশাক ও মুলাশাক ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতি কেজি মুলা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচাবাজারে সবজি কিনতে আসা জহির উদ্দিন বলেন, 'কয়েক দিন ধরেই সবজির বাজার খুব বেড়েছে। এ জন্য আমরা যেটা এক কেজি কিনতাম, সেটা এখন আধা কেজি কিনতে হচ্ছে। এক সপ্তাহ আগে এক পোয়া কাঁচা মরিচ ৬০ টাকায় কিনেছি, অথচ আজকে এক পোয়া কাঁচা মরিচ ১০০ টাকায় কিনতে হলো। এভাবে দাম বেড়ে যাওয়ায় আমরা সাধারণ ক্রেতারা খুব দুর্ভোগে পড়েছি।বাজারের সবজি ব্যবসায়ী বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এখানে সবজির ব্যবসা করি। কিন্তু কোনো বছর এত দাম দেখিনি। সব মালামাল বেশি দামে কেনা, এ জন্য বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। ক্রেতারা আগে যে পরিমাণে সবজি কিনতেন, এখন তা কমিয়ে কম করে কিনছেন।'
© Deshchitro 2024