মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাধারণ সঞ্চয়কারীদের বিনিয়োগের জন্য সরকারি খাতের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে ডাকঘর সঞ্চয় ব্যাংক নামে দুই ধরনের বিনিয়োগের উপকরণ রয়েছে। এগুলো সরকারি খাতের সঞ্চয়পত্রের মতো সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত। ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের উপকরণ হিসেবে রয়েছে সাধারণ হিসাব (এস.বি) ও মেয়াদি হিসাব (এফ.ডি)।


বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সাধারণ মানুষ দীর্ঘ দিন ধরে শ্যামনগর উপজেলা পোস্ট অফিসের ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে আসছে। হঠাৎ করে শ্যামনগর উপজেলা পোস্ট অফিসে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাব (এফ.ডি), সাধারণ হিসাব (এস.বি) খোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সাধারণ মানুষের মধ্যে চরম অশান্তি ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে শ্যামনগর উপজেলা পোস্ট অফিসে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাব (এফ.ডি), সাধারণ হিসাব (এস.বি) নতুন করে খোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পার্শ্ববর্তী আশাশুনি ও সাতক্ষীরাসহ অনেক উপজেলাতে এটি চলমান আছে। প্রতিদিন দুর-দুরান্ত থেকে এসে অনেক মানুষ ফিরে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই সুন্দর সুবিধা থেকে সুন্দরবন বেস্টিত উপকূলীয় এ অঞ্চলের সাধারণ খেটে খাওয়া সহজ সরল মানুষ বঞ্চিত হচ্ছে।


পোস্ট অফিস সূত্রে জানা যায়, এখানে বর্তমানে অতিরিক্ত দায়িত্বে পোস্ট মাস্টার থাকার কারণে এই সমস্যা দেখা দিছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলায় এই সমস্যা মেনে নেয়া যায় না।প্রয়োজনে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলা থেকে পোস্ট মাস্টার ট্যানেসফার করে হলে এই উপজেলাতে পোস্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024