|
Date: 2024-10-15 05:09:14 |
আমার লাগি কাঁদতে সবাই, আসবে আমার বাড়ি
কেউবা আমার জন্য আবার আনবে সাদা শাড়ি।
আমার প্রতিবেশীরা আজ খুড়বে আমার ঘর
যে ঘরেতে থাকতে হবে আমায় চিরন্তর।
কেউবা আমার জন্য আবার কাঁটবে ঝাড়ের বাঁশ
শেষ ঠিকানা আমার জন্য হয়েছে আজ পাস।
গরম পানি করবে যে আজ আমার লাগি কেউ
আমার পাশে বসবে আমার শত্রু ছিল সেও।
শেষ গোসল করাবে মোরে স্বজনেরা আজ
সাদা কাপড় আমার গায়ে করে দিবে ভাঁজ।
আমার পাশে জ্বালিয়ে রাখবে কত সুগন্ধি ধূপ
আমায় ভেবে সকলে আজ হয়ে যাবে নিশ্চুপ।
আমার পাশে পড়বে কজন পবিত্র আল কোরআন
যে বাণী শুনে আমায় মালিক করিও মেহেরবান।
আমার লাগি আনবে লোকে শেষ খাঁটিয়া
খোলা ময়দানে নিবে মোরে পড়াইতে জানাজা।
সকলের আগে থাকবো আমি শেষ নামাজে
অনেক কথা বলবে ইমাম , জানবে সমাজে।
অবশেষে রেখে আসবে সবাই, আমার আসল বাড়ি
চিরতরে যাবো চলে এই দুনিয়া ছাড়ি।
•••••
◾লেখক: মো. সোহাগ হোসেন
শিক্ষার্থী
সরকারী এম এম কলেজ, যশোর
© Deshchitro 2024